chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পাচারকালে ৭ লাখ টাকার সেগুন ও গামার কাঠ জব্দ

পাচারকারি দল রাঙামাটির কাপ্তাই লেক দিয়ে নৌকাযোগে অবৈধভাবে মূল্যবান সেগুন ও গামার কাঠ পাচার করছে, এমন খবরে বিশেষ অভিযান চালানো হয়।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে হতে মধ্যরাত পর্যন্ত কাপ্তাই জীবতলী ১০আর ই ব্যাটালিয়ন ও পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগ যৌথভাবে এ অভিযান চালায়।

অভিযানে ১৬৯ টুকরা সেগুন কাঠ ও ৫৩ টুকরা গামার কাঠভর্তি একটি নৌকা জব্দ করা। উদ্ধারকৃত কাঠের পরিমান ৩১০.৮৯ঘনফুট, যার বাজার মূল্য প্রায় ৭ লাখ টাকা বলে জানান কাপ্তাই রেঞ্জ কর্মকর্তা খন্দকার মাহামুদুল হক মুরাদ।

তিনি আরোও জানান, যৌথবাহিনী অভিযান করে পাচারকালে কাঠগুলো আটক করা হয়েছে।

এসময় কাপ্তাই বন বিভাগের সহকারী বন সংরক্ষক মাসুম আলম সহ সেনা ও বন বিভাগের লোকজন উপস্থিত ছিলেন।

আটক কাঠ কাপ্তাই রেঞ্জ অফিসে আনা হয়েছে। এবং বন মামলা দায়ের করা হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর