chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

মশা নিয়ন্ত্রণে স্থায়ী কমিটি পুনর্গঠন করল ডিএনসিসি

মশা নিয়ন্ত্রণে স্থায়ী কমিটি পুনর্গঠন করে ১৬ সদস্যের নতুন কমিটি গঠন করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে এ তথ্য জানা গেছে। এর আগে ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক এই ১৬ সদস্যের স্থায়ী কমিটি গঠন করে অফিস আদেশ জারি করেছেন।

সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক বলেন, মশা নিয়ন্ত্রণে স্থায়ী কমিটির সভার সিদ্ধান্ত অনুযায়ী কমিটি পুনর্গঠন করে এই ১৬ সদস্যের স্থায়ী কমিটি করা হয়েছে।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সূত্রে জানা গেছে, এই কমিটির আহ্বায়ক করা হয়েছে ডিএনসিসির ১১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর দেওয়ান আবদুল মান্নানকে। সদস্য সচিব হয়েছেন ডিএনসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইমদাদুল হক।

কমিটির বাকি সদস্যরা সবাই ডিএনসিসির বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর। তাদের মধ্যে আছেন- কাউন্সিলর তফাজ্জল হোসেন, মফিজুর রহমান, শেখ মোহাম্মদ হোসেন, আফছার উদ্দিন খান, মোক্তার সরদার, আব্দুল মতিন, শরিফুল ইসলাম ভূঁঞা, ফরিদ আহমেদ, জয়নাল আবেদীন, ইসমাইল মোল্লা, মোহাম্মদ সাজ্জাদ হোসেন, সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর আমেনা বেগম, শাহিন আক্তার সাথী এবং জাকিয়া সুলতানা।

 

তাসু/চখ

এই বিভাগের আরও খবর