chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আল্ট্রাসনোগ্রাফি করতে এসে নবাগত শিশুর জন্ম

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাগোরিয়া ইউনিয়নের বাসিন্দা রসি আক্তার। তার দুই কন্যা সন্তান রয়ছে।

হঠাৎ করইে রাতে রসি আক্তারের শারীরিক জটিলতা দেখা দেয়। পরে পরিবারের সদস্যরা তাকে দ্রুত দোহাজারী উপজলো স্বাস্থ্য কমপ্লক্সেে নিয়ে যায়।

সেখানে দায়িত্বরত চিকিৎসক তার প্রাথমিক শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠান।

চমেক হাসপাতালে আসার পর বিশেষজ্ঞ চিকিৎসকরা তাকে আল্ট্রাসনোগ্রাফি করাতে বলনে। রনির স্বামী আল্ট্রাসনোগ্রাফি করাতে নগররে এপিক হেলথ কেয়ারে নিয়ে যায়। সেখানে আল্ট্রাসনোগ্রাফি রুমে ঢুকানোর আগে রসির প্রসব ব্যথা উঠে।

এসময় এপিক হেলথ কেয়ারের র্কমর্কতা-র্কমচারীরা চাদর দিয়ে তাকে ডেকে রাখনে। মুহূর্তেই এপিকের কনসালটন্টে ও র্কমর্কতা-র্কমচারীদের সহযোগীতায় ফুটফুটে কন্যা শিশু প্রসব কর। পরে এপিক হেলথের র্ঊধ্বতন র্কমর্কতারা নবজাতকের শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন। এরপর তার পরবিাররে হাতে পুরস্কার তুলে দেন।

নবজাতকরে পিতা মোহাম্মদ রুবেল বলেন, আমি এপিক হেলথ কেয়ারের র্কমর্কতা- র্কমচারীদরে অসংখ্য ধন্যবাদ জানাই। তাদরে সহযোগিতায় আমার কন্যা সন্তানরে জন্ম হয়। আমার দুইটা কন্যা সন্তান আছে।

আরকে/