chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বন্দরে তেলের ট্যাংকারের ধাক্কায় প্রাণ গেল ব্যাংক কর্মকর্তার

নগরীর বন্দর এলাকায় তেলের ট্যাংকারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। আজ সোমবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌনে ১০টার দিকে বন্দরের নেভাল একাডেমির মোড়ে দুর্ঘটনাটি ঘটে।

নিহতের নাম মাহবুবুল আলম। তিনি সন্দ্বীপ থানার গাছুয়া এলাকার মৃত শামসুল আলমের ছেলে। চট্টগ্রাম নগরীর বন্দর থানা জনতা ব্যাংক লিমিটেডের ড্রাইডক শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

জানা গেছে, অন্যান্য দিনের মতোই সোমবার সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে করে ব্যাংকে যাচ্ছিলেন মাহবুবুল আলম। বাইকটি নেভাল একাডেমির মোড়ে পৌছালে একটি তেলের ট্যাংকার ধাক্কা দেয়।

এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন ব্যাংক কর্মকর্তা মাহবুবুল আলম। স্থানীয়রা তাকে উদ্ধার করে বন্দর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বলেন, পরিবারের কাছ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর