chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ফেনীতে অবৈধ ভারতীয় শাড়িসহ আটক ৩

চট্টগ্রামের অভিযানে ফেনী থেকে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় শাড়িসহ ৩ জন চোরাকারবারিকে আটক করেছে র‌্যাব ৭।
সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ফেনীর লালপুল এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যানসহ তাদেরকে আটক করে।

আটককৃতরা হলেন- ১. মো. মোজাম্মেল হোসেন (৩০), ২. মো. দেলোয়ার হোসেন (৩৫), ৩. শাহ আলম পাটোয়ারী (২৭),

আরও পড়ুন

র‌্যাব জানায়, আসামিরা ভারত থেকে অবৈধ ভাবে কাভার্ডভ্যানের মালামাল বহন করার জায়গায় ২৫ টি চটের বস্তার ভিতর চোরাইকৃত ১হাজার ৭শ ৮৫ পিস ভারতীয় শাড়ি নিয়ে ফেনী জেলার ছাগলনাইয়া থেকে চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক দিয়ে ঢাকায় যাচ্ছিল। এরপর র্যাব তাদের গ্রেপ্তার করে এবং চোরাই মালামাল বহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করে।

গ্রেপ্তারকৃত আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা দীর্ঘদিন যাবৎ সীমান্তবর্তী দেশ ভারত থেকে অবৈধ উপায়ে চোরাইকৃত ভারতীয় শাড়ি ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারী মূল্যে বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত চোরাই কাপড়ের আনুমানিক মূল্য ৪৪ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এই বিভাগের আরও খবর