chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চসিকের ২১ দিনব্যাপি বই মেলা শুরু ৮ ফেব্রুয়ারি

আগামী ৮ ফেব্রুয়ারি শুরু হবে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ২১ দিনব্যাপী অমর একুশে বই মেলা। বরাবরের ন্যায় নগরের এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন  জিমনেসিয়াম চত্বরে এই মেলা অনুষ্ঠিত হবে। এবারের মেলার বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে ১৪ ফেব্রুয়ারি বসন্ত উৎসব উদযাপন।

বুধবার (১১ জানুয়ারি) নগরের টাইগারপাসে চসিকের অস্থায়ী কার্যালয়ে মেলার প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় চসিকের (ভারপ্রাপ্ত) মেয়র আব্দুস সবুর লিটন বলেন, একুশে বই মেলা স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। এই উৎসব বাঙ্গালীর প্রাণের উৎসবে রুপ নেয়। এসময়  মেয়র মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের মেলায় স্থান না পাওয়ার বিষয়ে সকলকে দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান।

এসময় সভায় চট্টগ্রামের লেখক, প্রকাশক, কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবি,সংস্কৃতিকর্মী, বিভিন্ন পেশাজীবি ও চট্টগ্রাম সৃজনশীল প্রকাশক পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন সিটি করপোরেশনের শিক্ষা স্থায়ী কমিটির সভাপতি এবং বই মেলা পরিষদের আহ্বায়ক ও ওয়ার্ড কাউন্সিলর ড. নিছার উদ্দিন আহম্মেদ মঞ্জু।

 

আরকে/ চখ

এই বিভাগের আরও খবর