chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভাষা দিবসে বই মেলায় ভিড় জমাচ্ছে শিশু-কিশোররা

আলোকচিত্রী এম ফয়সাল এলাহী

নিজস্ব প্রতিবেদকঃ বইমেলা, বাঙালির প্রাণের মেলা, সাংস্কৃতিক ও ঐতিহ্যের মেলা। প্রতি বছর ১ ফেব্রুয়ারী থেকে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত বই মেলা হয়ে থাকলেও করোনার থাবায় এবার দিনক্ষণ কমে এসেছে।

ভাষা দিবসে বই মেলায় ভিড় জমাচ্ছে শিশু-কিশোরা

অমর একুশে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি।’ লেখক ও সাংবাদিক আবদুল গাফফার চৌধুরী বাঙালির ভাষা আন্দোলনের স্মৃতিবহ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে নিয়ে গানটি রচনা করেছেন।

ভাষা দিবসে বই মেলায় ভিড় জমাচ্ছে শিশু-কিশোরা

১৯৫২ সালের এদিনে রাষ্ট্রভাষা বাংলার দাবিতে রাজপত্রে সালাম, বরকত, রফিক, শফিক, জব্বারসহ আরও অনেক ভাষা শহীদ জীবন উৎসর্গ করেন। সেই ভাষা শহীদদের স্মরণে একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শ্রদ্ধার ফুলে ভরে উঠেছে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার। শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে লেখক, পাঠক, প্রকাশকদের মিলনমেলায় রূপ নেয় অমর একুশে বই মেলায়। গতকাল রোববার (২০ ফেব্রুয়ারি) ‍দুপুরে চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলা শুরু হয়।

ভাষা দিবসে বই মেলায় ভিড় জমাচ্ছে শিশু-কিশোরা

মেলার শুরুর পর থেকে প্রতিটি স্টলে বই প্রেমিকদের ভীড় শুরু হয়।  পছন্দের বই নিয়ে কেউ লেখক, প্রকাশকদের সঙ্গে  সেলফি তুলছেন, কেউবা আড্ডা দিচ্ছেন। বিভিন্ন বয়সী পাঠকের মধ্যে অভিভাবকদের হাত ধরে শিশু-কিশোরাও মেলায় এসেছেন । স্টল ঘুরে ঘুরে পছন্দের বই বেছে নিয়েছেন। অনেক শিশু-কিশোর বঙ্গবন্ধুকে নিয়ে লেখা বইয়ে আগ্রহ দেখিয়েছেন। অভিভাবকরাও শিশুদের আবদার মেটাতে পছন্দের বই কিনে দিচ্ছেন।

এই বিভাগের আরও খবর