chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে পাচারের সময় ১৭ স্বর্ণবারসহ দুই চোরাকারবারি আটক

ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণবারসহ দুই চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। এসময় আরও দুজন পালিয়ে যায়।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে বেনাপোল বন্দর থানাধীন পুটখালি সীমান্ত এলাকা থেকে এসব স্বর্ণবারসহ তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- বেনাপোল বন্দর থানাধীন পুটখালি গ্রামের হাফিজুর রহমান (৩৪) ও একই এলাকার মেহেদী হাসান (২১)।

পলাতক আসামিরা হলেন- পুটখালি গ্রামের আব্দুল মান্নান (৩২) ও একই এলাকার নাঈম উদ্দীন (২৮)।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভীর রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে তারা জানতে পারেন পুটখালি সীমান্ত এলাকা দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের একটি চালান ভারতে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হবে।

এর ভিত্তিতে পুটখালি এলাকায় অভিযান চালিয়ে সন্দেহজনক দুই মোটরসাইকেল আরোহীকে গতিরোধ করতে বলা হয়। এসময় তারা মোটরসাইকেল গতিরোধ না করে একটি ব্যাগ ফেলে পালিয়ে যায়। ওই ব্যাগের মধ্যে থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

পরে একই জায়গায় কিছুসময় পর একই দলের সন্দেহভাজন আরও দুই মোটরসাইকেল আরোহীর গতিরোধ করা হয়। এসময় তাদের মোটরসাইকেল থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাদেরকে আটক করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও আরো জানান, উদ্ধারকৃত ১৭টি স্বর্ণের বার ও মোটরসাইকেলের আনুমানিক বাজার মূল্য এক কোটি ৫০ লাখ ৭৭ হাজার টাকা। আটককৃত আসামিদের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর