chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কক্সবাজারে আসছেন প্রধানমন্ত্রী

কক্সবাজার জেলায় সাড়ে তিন লাখ কোটি টাকা ব্যয়ে এগিয়ে চলছে ৭৭টি মেগাপ্রকল্পের কাজ। এ অবস্থায় আজ বুধবার কক্সবাজার সফরে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাঁচ বছর সাত মাস পর সমুদ্রসৈকতের শহরে আসছেন তিনি।

বুধবার (৭ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার শেখ কামাল আন্তজার্তিক ক্রিকেট স্টেডিয়ামে ঐতিহাসিক জনসভায় ভাষণ দেবেন তিনি।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল মোস্তফা জানান, বিকেলে কক্সবাজার সাগরপারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগের জনসভায় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন। ওই সভায় তিনি উদ্বোধন করবেন ২৮টি উন্নয়ন প্রকল্প। ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন চারটি প্রকল্পের।

জেলা প্রশাসনের দেওয়া তথ্যমতে, ২০০৯ সাল থেকে এ পর্যন্ত জেলায় ১০১টি ছোট-বড় উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

বাসস জানায়, আজ সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারের ইনানীতে ৩০টি দেশের নৌবাহিনীর অংশগ্রহণে একটি মহড়ার উদ্বোধন করবেন এবং বিকেলে জেলা সদরে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর