chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজকের আলোচিত সংবাদ : ১০ সেপ্টেম্বর ২০২২

দেশ-বিদেশের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদ  ছবি।

বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভার শুরুতে যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে রানীর প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করেন। ছবি:সংগৃহীত

 

মানবাধিকার সংস্থার গুমের তালিকায় থাকা ৩৫ জনকে সরকার নিজেই খুঁজছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, গুমের কথা বলে হাজার হাজার। তখন আমি বললাম তালিকা দেন। আজ রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরে এক সেমিনারে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। ছবি:সংগৃহীত

ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিয়ন্ত্রণে সপ্তাহব্যাপী বিশেষ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আজ রাজধানী উত্তরায় ৫০ নম্বর ওয়ার্ডের দক্ষিণখানে মধ্য আজমপুর এলাকায় এডিস মশার প্রকোপ নিয়ন্ত্রণে জনসচেতনতামূলক প্রচারাভিযানে ডিএনসিসি মেয়র মো. আতিকুল ইসলাম এসব কথা জানান। ছবি:সংগৃহীত

 

বিভিন্ন দেশের পুলিশ প্রশিক্ষণ প্রতিষ্ঠানগুলোর সংগঠন ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অব পুলিশ একাডেমি (ইন্টারপা) সম্মেলন পুলিশের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন পুলিশ স্টাফ কলেজের রেক্টর অতিরিক্ত আইজিপি খন্দকার গোলাম ফারুক। আজ রাজধানীর মিরপুর ১৪ নম্বরে পুলিশ স্টাফ কলেজে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। ছবি:সংগৃহীত

 

ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুতে দেশটির নতুন রাজা হচ্ছেন তার ছেলে ও সাবেক প্রিন্স অব ওয়েলস চার্লস। স্থানীয় সময় শনিবার ঐতিহাসিক এক অনুষ্ঠানের মাধ্যমে লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে আনুষ্ঠানিকভাবে তাকে দেশটির রাজা হিসেবে ঘোষণা করা হয়। তিনি এখন রাজা তৃতীয় চার্লস হিসেবেই পরিচিতি পাবেন। ছবি:সংগৃহীত

এই বিভাগের আরও খবর