chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

চট্টগ্রামের আলোচিত সব সংবাদ : ১০ সেপ্টেম্বর ২০২২

চট্টগ্রামের বিভিন্ন স্থানে প্রতি মুহূর্তে ঘটছে নানান ঘটনা। এসব ঘটনার ছবি নিয়ে সাজানো হয়েছে আলোচিত সংবাদ  ছবি।

 

চট্টগ্রাম-খাগড়াছড়ি মহাসড়কের খন্ডলের ঘাটা এলাকায় রাস্তার পাশ থেকে মারুফ হোসেন সায়মন (২৩) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।ছবিঃ সংগৃহীত

গভীর সমুদ্রে এবং বাঁশখালীতে ৪৮ ঘন্টার রুদ্ধশ্বাস অভিযানে বঙ্গোপসাগরে ১৬টি জেলে নৌকায় ডাকাতির ঘটনায় জড়িত ১২ জন জলদস্যুকে আটক করেছে র‌্যাব। শনিবার (১১ সেপ্টেম্বর) বিকেলে র‌্যাব-৭ সিপিসি-৩, চান্দগাঁও ক্যাম্পের চট্টগ্রাম মিডিয়া সেন্টারে এক ব্রিফিং এ তথ্য জানান র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ।ছবিঃ সংগৃহীত

 

শান্তিপূর্ণ কর্মসূচি পালন করলে সহযোগিতা আর সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করলে প্রতিহত করা হবে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল।শনিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নগরের বাকলিয়ায় গত ২৯ আগস্ট বিএনপির মিছিল থেকে হামলায় ক্ষতিগ্রস্ত ১৯ নম্বর দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড কাউন্সিলর নুরুল আলম মিয়ার বাসভবন পরিদর্শন শেষে তিনি এ মন্তব্য করেন।ছবিঃ সংগৃহীত

 

প্রতিদিন প্রায় ২৪৯ টন প্লাস্টিক ও পলিথিন জাতীয় বর্জ্য কর্ণফুলীতে নদীতে পড়ছে বলে জানিয়েছেন গবেষকরা। যা মাছসহ বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে মানবদেহে প্রবেশ করছে।এতে বাড়ছে বিভিন্ন ধরণের রোগ। এছাড়া এসব বর্জ্য নগরের জলাবদ্ধতার কারণ বলে মনে করছেন তাঁরা। শনিবার (১০ সেপ্টেম্বর) চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য জানান চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী পিয়াল বড়ুয়া ও আল আমিন।ছবিঃ সংগৃহীত

 

স্বর্ণ ব্যবসায়ী বিমান ধরের হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।শনিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১১ টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া শাহগদী মার্কেট এলাকায় এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।ছবিঃ সংগৃহীত

 

নগরের ৪৩ নম্বর সাংগঠনিক ওয়ার্ড আমিন শিল্পাঞ্চল আওয়ামী লীগের সাবেক সভাপতি দলিলুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার আয়োজন করা হয়েছে।শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে আমিন শিল্পাঞ্চল জামে মসজিদ প্রাঙ্গনে এ স্মরণ সভা অনুষ্ঠিত হয়।ছবিঃ সংগৃহীত

 

কৃষিবিজ্ঞান বিষয়ক গুচ্ছভিত্তিক ভর্তি পরীক্ষা ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে সাড়ে ১১ টায় শুরু হয়ে বেলা সাড়ে ১২ টায় শেষ হয় পরীক্ষা।ছবিঃ সংগৃহীত

 

ডব্লিউএসআইএস পুরস্কার অর্জনে চিটাগাং চেম্বারে ভূমি মন্ত্রীকে সংবর্ধনা
‘দলিল যার জায়গা তার’ এ উদ্দেশ্য সামনে রেখে ভূমি দখলদারদের দৌরাত্ম্য ও শোষণের হাত থেকে প্রকৃত খতিয়ানভুক্ত মালিকদের রক্ষার্থে ‘ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২১’ শিগগির জাতীয় সংসদে উপস্থাপন করা হবে।ভূমি ব্যবস্থাপনায় ‘ডিজিটাল কর ব্যবস্থা’ প্রবর্তনের জন্য ভূমি মন্ত্রণালয় জাতিসংঘের ওয়ার্ল্ড সামিট অন দ্য ইনফরমেশন সোসাইটি (ডব্লিউএসআইএস) পুরস্কার-২০২২ এ সেরা প্রকল্প হিসেবে বিজয়ী হওয়ায় চট্টগ্রাম চেম্বারের সংবর্ধনা অনুষ্ঠানে ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এ আশাবাদ ব্যক্ত করেন।ছবিঃ সংগৃহীত
এই বিভাগের আরও খবর