chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করছে জাপান

ডেস্ক নিউজ:ইউক্রেনে রুশ হামলার পরই রাশিয়ার ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমাদেশ ও জাপান। সেই কথামতোই এবার রুশ কেন্দ্রীয় ব্যাংকের সম্পদ জব্দ করেছে টোকিও। -আল জাজিরা

নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ার নেতাদের ও তিনটি আর্থিক প্রতিষ্ঠানের সম্পদ জব্দ করবে দেশটি। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভসহ ছয় নেতার সম্পদ জব্দ করবে জাপান। সাথে রুশ মালিকানাধীন প্রমসভিয়াজ ব্যাংক, ভিনেশেকোনোম ব্যাংক এবং কেন্দ্রীয় ব্যাংকের সম্পদও থাকছে এই জব্দের তালিকায়।

এর আগে বিশ্বের প্রধান আর্থিক লেনদেন পরিষেবা সুইফট থেকে রাশিয়াকে বাদ দিতে সম্মত হয় জার্মানি ও তার পশ্চিমা মিত্ররা। এছাড়া ধনী রাশিয়ানদের গোল্ডেন পাসপোর্টও সীমিত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

মআ/চখ

এই বিভাগের আরও খবর