chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভ্যাকুয়াম বোমা ব্যবহারের দাবি ইউক্রেনের

ডেস্ক নিউজ:ইউক্রেনে চলমান লড়াইয়ে রাশিয়া নিষিদ্ধ ঘোষিত ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে বলে দাবি করেছে ইউক্রেন। যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূত ওকসানা মারকারোভার এ দাবি করেন।

সোমবার (২৮ ফেব্রুয়ারি) কংগ্রেসে মার্কিন আইনপ্রণেতাদের কাছে ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনে চলমান পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে মারকারোভার অভিযোগ করে, ভ্যাকুয়াম বোমা ব্যবহার করেছে রাশিয়া। অথচ তা জেনেভা কনভেনশন অনুযায়ী নিষিদ্ধ। খবর বিবিসি।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত ইউক্রেনের দূতের এই গুরুতর অভিযোগের সত্যতা নিশ্চিত করা যায়নি উল্লেখ করেছে বিবিসি।

ভ্যাকুয়াম বোমার প্রচলিত বোমা থেকে একেবারেই ভিন্ন। এতে গোলাবারুদ ব্যবহার না করে ভিন্ন এক প্রযুক্তি ব্যবহার করা হয়। যা উচ্চ-তাপমাত্রার বিস্ফোরণ তৈরি করতে চারপাশের বাতাস থেকে অক্সিজেন শুষে নেয়। এই বোমার বিস্ফোরণ ঘটালে প্রচলিত বোমার তুলনায় শক্তিশালী শকওয়েভ তৈরি হয়। আর তা এতটাই প্রচণ্ড যে এটি মানবদেহকে বাষ্পে পরিণত করতে পারে।

মআ/চখ

 

 

 

এই বিভাগের আরও খবর