chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পুলিশের দুই পদে রদবদল

চট্টলা ডেস্ক: বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি) সমমর্যাদার ৪ জন এবং ৩ সহকারী পুলিশ সুপারকে (এএসপি) বদলি করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের বদলি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলিকৃতরা ১৩ জানুয়ারির মধ্যে পুরাতন কর্মস্থল ত্যাগ না করলে ১৪ তারিখ তাদের স্ট্যান্ড রিলিজড বা অবমুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, এসপিবিএন ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকারিয়া রহমানকে পুলিশ সদর দফতরে, পুলিশের সাতক্ষীরার কালিগঞ্জ সার্কেলের এম. এম মোহাইমেনুর রশিদকে পুলিশ সদর দফতরে, মুন্সিগঞ্জের শ্রীনগর সার্কেলের আসাদুজ্জামানকে হাইওয়ে পুলিশে এবং ঝিনাইদহেরর ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের মো. কামরুজ্জামানকে খুলনা মেট্রোপলিটন পুলিশে বদলি করা হয়েছে।

এএসপিদের মধ্যে স্পেশাল ব্রাঞ্চের (এসবি) মো. ফয়েজ ইকবালকে কুমিল্লার দাউদকান্দি সার্কেলে, বরিশালের রেঞ্জ ডিআইজি অফিসের মো. মাসুম বিল্লাহকে ভোলার তজুমুদ্দিন সার্কেলে, বরিশালের আরআরএফের আবুল কালাম আজাদকে ৯ম এপিবিএন চট্টগ্রামে, ফেনীর ছাগলনাইয়ার সোহেল পারভেজকে বরিশালের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে এবং এপিবিএন ১৩ ঢাকার সাখাওয়াত হোসেন সেন্টুকে ডিএমপি সদর দফতরে বদলি করা হয়েছে।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর