chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ

চট্টলা ডেস্ক: ৪০ লাখ ব্যাটারিচালিত ইজিবাইক বন্ধের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি মামনুন রহমানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ বুধবার এ নির্দেশ দেন। একইসাথে এসব গাড়ি আমদানি ও ক্রয়-বিক্রয়ে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন এডভোকেট আতিক তৌহিদুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত দাশ গুপ্ত।

এ বিষয়ে আতিক তৌহিদুল ইসলাম বলেন, ইজিবাইকগুলোতে অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ দিয়ে ব্যাটারি চার্জ দেওয়া হয়। এই ইজিবাইকগুলো পরিবেশের জন্য ক্ষতিকর। মানবদেহের জন্য ক্ষতিকর। এগুলো রুট পারমিট ছাড়াই রাস্তায় চলাচল করছে। এই ইজিবাইকের বিদ্যুৎ খাত থেকে সরকার কোনো রাজস্ব পাচ্ছে না। এ কারণে সারাদেশে চলা অবৈধ প্রায় ৪০ লাখ ইজিবাইক বন্ধের নির্দেশনা চেয়ে আমরা হাইকোর্টে রিট করি।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর বাঘ ইকো মোটরস লিমিটেডের সভাপতি কাজী জসিমুল ইসলামের পক্ষে হাইকোর্টে রিটটি করা হয়। রিটে শিল্প সচিব, সড়ক পরিবহন সচিব ও পরিবেশ সচিবসহ ৭ জনকে রিটে বিবাদী করা হয়।

এমকে/চখ

এই বিভাগের আরও খবর