chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

টিকা না নিলেই যাবে চাকরি!

ডেস্ক নিউজ:  প্রাণঘাতী করেনাভাইরাসে টিকা না নিলেই চাকরী চলে যাবে বলে জানিয়ে দিয়েছে পৃথিবীর সর্ববৃহত সার্চ ইঞ্জিন গুগল

সিএনবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

কোম্পানি থেকে বলা হয়েছে, যে ব্যক্তি এর কোনোটিই করবেন না, তাকে ১৩ই জানুয়ারি থেকে ৩০ দিনের জন্য প্রশাসনিক ছুটিতে পাঠানো হবে। অবশ্য এ সময়ে বেতন দেয়া হবে। যদি ৩০ দিন পরেও তারা সিদ্ধান্ত মেনে না চলেন, তাহলে বেতনহীন ৬ মাস পর্যন্ত ছুটিতে পাঠানো হবে। তারপর বরখাস্ত করা হবে।

এ নীতির কথা প্রত্যাখ্যান করেনি গুগল। এর মুখপাত্র লোরা লি এরিকসন দ্য ভার্জ’কে বলেছেন, আমরা আগেও বলেছিলাম কর্মক্ষেত্রকে নিরাপদ রাখতে এবং সেবা অব্যাহত রাখাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিই। তার অন্যতম টিকা নেয়া। যারা টিকা নেবেন তাদের জন্য আমরা সম্ভাব্য সব কিছু করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুগলের অফিসে যদি কেউ প্রবেশ করতে চান তাকে টিকা নেয়া থাকতে হবে। তা নাহলে বাতিল করা হবে।

নচ/চখ

এই বিভাগের আরও খবর