chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কনিকা সুইটস ও আপন হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক : সীতাকুণ্ডে ২টি খাবার দোকানে অভিযান চালিয়ে ৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার পৌর সদর এলাকার দুইটি দোকানে বিক্রির জন্য রাখা পণ্যে উৎপাদন ও মেয়াদের তারিখ উল্লেখ না করা এবং নোংরা পরিবেশে খাবার তৈরির কারণে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন। অভিযানে পৌর সদরের মিষ্টির দোকান কনিকা সুইটসকে নোংরা পরিবেশে এবং খাদ্যে মেয়াদের তারিখ না থাকায় ৫ হাজার টাকা এবং আপন হোটেল এন্ড রেস্তোরাঁকে ফ্রিজের মধ্যে দীর্ঘদিনের বাসি খাবার রাখার দায়ে ৩ হাজার টাকাসহ দুই দোকানে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা স্যানিটেশন কর্মকর্তা ফাতেমা আক্তার, সীতাকুণ্ড মডেল থানার এসআই মাহবুব।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার শাহাদাত হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫৩ ধারা অনুযায়ী ২টি প্রতিষ্ঠানকে এই অর্থদণ্ড প্রদান করা হয়েছে। এবং অন্যান্য প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে। এধরনের অভিযান চলমান থাকবে।

এসএএস/এমআই

এই বিভাগের আরও খবর