chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে শনাক্তের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : করোনার দ্বিতীয় ঢেউয়ের আক্রমণে জর্জরিত ভারত। দেশটিতে করোনা শনাক্তের নতুন রেকর্ড হয়েছে। দেশটিতে একদিনে ১ লাখ ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

ওয়ার্ল্ডো মিটারের বুধবার সকালের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন। ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন। কিন্তু সে লকডাউন জনগণ মানছেন না।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন।

ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। গত সোমবার দেশটিতে প্রথমবারের মতো দৈনিক ১ লাখ সংক্রমণের খবর আসে।

এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী চার সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার।

মঙ্গলবার সংবাদ সম্মেলনে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে মহামারী পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে। জনসংখ্যার বড় অংশের এখনো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আগামী চার সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট হতে হবে।’

ইনি/এএমএস/চখ

এই বিভাগের আরও খবর