chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আলকরণ ওয়ার্ডের স্থগিত হওয়া নির্বাচন আগামীকাল

ডেস্ক নিউজ : গত ২৭ জানুয়ারি চসিক নির্বাচনে স্থগিত হয়ে যাওয়া ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের নির্বাচন রবিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কাউন্সিলর পদে উক্ত ওয়ার্ডে প্রতিদ্বন্দ্বিতা করবেন ৪জন। ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন কাউন্সিলর আবদুস সালাম মাসুম (লাটিম), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইয়াছির আরাফাত (মিষ্টি কুমড়া), বিএনপির মো. দিদারুর রহমান লাভু (রেডিও), এবং হানিফ ভূঁইয়া (ঠেলাগাড়ি) প্রার্থী হয়েছেন।

৩১ নং আলকরণ ওয়ার্ডে মোট ভোটার ১৫ হাজার ১৬৮ জন। ভোটকেন্দ্র প্রস্তুত করা হয়েছে ৭টি। মোট বুথের সংখ্যা ৪২টি।

চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ও চসিক নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ হাসানুজ্জামান জানান গণমাধ্যমকে জানিয়েছেন, ইভিএমের মাধ্যমে ৭টি কেন্দ্রে ৪২টি বুথে ভোটগ্রহণ হবে। ১২৬ জন ভোটগ্রহণ কর্মকর্তা (৭জন প্রিসাইডিং কর্মকর্তা, ৪২জন সহকারী প্রিসাইডিং কর্মকর্তা ও ৮৪জন পোলিং কর্মকর্তা) প্রস্তুত রয়েছেন।

আলকরণ ওয়ার্ডের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম জানান, সুষ্ঠুভাবে ভোটগ্রহণের জন্য প্রতিটি কেন্দ্রে ৬ জন পুলিশ সদস্য, ১২ জন আনসার সদস্য ও র্যাবের টিম থাকবে। এছাড়াও ৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্বে থাকবেন।

ইনি/চখ/এএমএস

এই বিভাগের আরও খবর