chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাটহাজারী অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সরকারি সহায়তা

চট্টগ্রাম ডেস্ক : চট্রগ্রামের হাটহাজারী উপজেলার উত্তর মাদার্শায় অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি সহায়তা দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার উত্তর মাদার্শার ৬ নং ওয়ার্ড আনিস চৌধুরী বাড়ির ১৩টি পরিবারের মাঝে সরকারি সহায়তা প্রদান করেন উপজেলা প্রশাসন।

জানা যায়, আগুনে ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারের হাতে এক বান্ডিল টিন ও দুটি করে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন।

রুহুল আমিন বলেন, গত ১৪ ফেব্রুয়ারী দুপুর প্রায় ১ টার দিকে উপজেলার ১০ নং উত্তর মাদার্শা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আনিস চৌধুরী বাড়ীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ টি ঘর ভস্মীভূত হয়।

এতে ওই বাড়ির বদিউল আলম, মাহবুবুল আলম, শফি সওদাগর, হেলাল চৌধুরী, রফিক চৌধুরী, কফিল চৌধুরী, ফোরক সওদাগর, নুরুল হক, আবুল খায়ের, জামাল উদ্দিন, ফরিদুল আলম মাস্টার, হাঁচি মিয়া, নন্না মিয়ার ঘর পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শণ করা হয় এবং মঙ্গলবার ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্ত ১৩ পরিবারকে সরকারি সহায়তা হিসেবে মোট ১৩ বান্ডিল টিন এবং ২৬ টি কম্বল দেয়া হয়।

এসময় উত্তর মাদার্শা ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুর মাসুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

চখ/আরএস/এএমএস

এই বিভাগের আরও খবর