chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

শুভ জন্মদিন রকস্টার জেমস

ডেস্ক নিউজঃ আজ ০২ অক্টোবর। ১৯৬৪ সালের এই দিনে জন্মগ্রহণ করেন রকস্টার জেমস। আজ তাঁর ৫৬তম জন্মদিন

১৯৬৪ সালের ০২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন মাহফুজ আনাম জেমস। কিন্তু তার বেড়ে ওঠা এবং সংগীত ক্যারিয়ার শুরু চট্টগ্রামে। জেমস ১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ব্যান্ড ‘ফিলিংস’। ১৯৮৭ সালে প্রথম অ্যালবাম ‘ষ্টেশন রোড’ প্রকাশ পায়। ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের একক অ্যালবাম প্রকাশ করে সুপারহিট হয়ে যান তিনি।

তাঁর গাওয়া সেরা ১০ গানের মধ্যে, বাংলাদেশ, জেল থেকে আমি বলছি, মা, দুখিনী দুঃখ করো না, লেইস ফিতা লেইস, বাবা কতো দিন, বিজলী, দুষ্টু ছেলের দল, মিরাবাঈ, পাগলা হাওয়া, গুরু ঘর বানাইলা কী দিয়া উল্লেখযোগ্য।

সামাজিক যোগাযোগ মাধ্যমে অসংখ্য তারকা, ভক্তের শুভেচ্ছা এবং ভালোবাসায় সিক্ত হচ্ছেন গুনী এ শিল্পী।

এই বিভাগের আরও খবর