chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে চট্টগ্রামে বাংলাদেশ দল

সিরিজের শেষ তৃতীয় ওয়ানডে ম্যাচ খেলতে চট্টগ্রাম এসে পৌঁছেছে বাংলাদেশ-ইংল্যান্ড দল। শনিবার (৪ মার্চ) দুপুরে তারা চট্টগ্রাম এসে পৌঁছায়।

বন্দরনগরীতে পৌঁছালেও কোনো দলই আজ অনুশীলন করবে না। দু’দলই পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে উঠেছেন। বিশ্রাম নিয়ে রবিবার (৫ মার্চ) নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতি সারবে জস বাটলার-তামিম ইকবালরা।

প্রথম দুই ম্যাচ হেরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ জয়ের স্বপ্ন স্বপ্নই থেকে যায় বাংলাদেশের জন্য। তাই সিরিজের শেষ ওয়ানডেতে হারলেই হোয়াইটওয়াশ।

তাই নিজেদের ভুল গুলো শুধরে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত অনুশীলন করবে বাংলাদেশ। এরপর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজেদের ঝালিয়ে নেবে ইংলিশ ক্রিকেটাররা।

ইংল্যান্ডের বিপক্ষে হোয়াইটওয়াশ এড়ানোর লক্ষ্যে আগামী ৬ মার্চ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ওয়ানডে সিরিজের শেষ ও তৃতীয় ম্যাচ খেলতে নামবে তামিম-সাকিবরা। একই মাঠে আগমী ৯ মার্চ অনুষ্ঠিত হবে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ।

এরপর ১২ ও ১৪ মার্চ ঢাকায় অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি ম্যাচ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর