chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

কর্ণফুলীতে ইয়াবাসহ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে ইয়াবা পাচার করে আসা দুই রোহিঙ্গা শরণার্থীসহ পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৮ হাজার ২৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

রোববার (৮ জানুয়ারি) দিবাগত রাতে নগরের কর্ণফুলী থানার শাহ আমানত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্টো) কর্মকর্তারা তাদের গ্রেপ্তার করে।

গ্রেপ্তাররা হলেন, কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের নুর হাশিম, শালবাগান শরণার্থী ক্যাম্পের মো. খালেদ, ফাতেমা বেগম, মো. শফিক ও  মো. মিঠুন হোসেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (মেট্টো) সহকারী পরিচালক সোমেন মন্ডল এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তারা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে মাদক পাচারের জড়িত। তাদের বিরুদ্ধে কর্ণফুলী থানার মামলা দায়ের করা হয়েছে।

 

আরকে/ চখ

এই বিভাগের আরও খবর