chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

এশিয়া কাপ থেকেই চার নম্বরে ব্যাট করবেন আফিফ

ডেস্ক নিউজঃ বাংলাদেশের ক্রিকেটে সম্ভাবনাময় তরুণ তুর্কিদের মাঝে অন্যতম আফিফ হোসেন ধ্রুব। ২২ বছর বয়সী এই তরুণ সাম্প্রতিক সময়ে সাদা বলের ক্রিকেটে দারুণ ছন্দে আছেন। কিন্তু সমস্যা হলো, সিনিয়রদের ভিড়ে তাকে খেলতে হয় লোয়ার মিডল অর্ডারে। যে কারণে তার কাছ থেকে সর্বোচ্চটা পাচ্ছে না দল।

বেশ কিছুদিন ধরেই দাবি উঠছে, আফিফকে চার নম্বর পজিশনে নামানোর। আসন্ন এশিয়া কাপ থেকেই হয়তো আফিফ ব্যাটিং অর্ডারে প্রমোশন পেতে পারেন।

 

আজ সোমবার  মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের দল নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। আফিফকে চার নম্বরে খেলানো হবে কি না―এমন প্রশ্নে সুজন বলেন, ‘আমরা সেখানেই ওকে সুযোগ দেব। আমরা নির্দিষ্ট একটা দায়িত্ব নিয়ে আফিফকে চিন্তা করছি। হি ইজ আ ডায়নামো। আমার মনে হয়, সে আত্মবিশ্বাসী একটা ছেলে। শেষ দুটি সিরিজে দারুণ ব্যাটিং করেছে। ওয়ানডেতেও ভালো খেলেছে। আমরা আফিফকে সে জায়গাটা দেব। কারণ সে আমাদের ভবিষ্যৎ। ’

 

টি-টোয়েন্টির জামানায় বাংলাদেশে হার্ডহিটারের আকাল। তবে তরুণ আফিফের মাঝে টি-টোয়েন্টির সেই আগ্রাসী মানসিকতা লক্ষ করা যায়। খালেদ মাহমুদ সুজনও মনে করেন, আফিফ আক্রমণাত্মক মানসিকতা নিয়েই মাঠে নামে, ‘সবচেয়ে বড় কথা, সে আক্রমণাত্মক। এটাই আমরা দলের মধ্যে চাই। বাংলাদেশে খুবই গুরুত্বপূর্ণ একজন ক্রিকেটার তৈরি হচ্ছে। অবশ্যই তাকে আমাদের সে সুযোগটা করে দিতে হবে। এটা আমাদের দায়িত্ব। ’

ইহ/চখ

এই বিভাগের আরও খবর