chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

দক্ষিণ রাঙ্গুনিয়ায় ডাকাতের সাথে পুলিশের বন্দুকযু্দ্ধ

নিজস্ব প্রতিবেদকঃ চট্টগ্রামের দক্ষিণ রাঙ্গুনিয়ায় ডাকাত ও পুলিশের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। এতে তিন পুলিশসহ চারজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পদুয়া ইউনিয়নের আজিমপুর মহিষের বাম এলাকায় এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. ওবায়দুল ইসলাম, উপপরিদর্শক (এসআই) আবুল ফয়েজ ও কনস্টেবল মো. জিয়া। এসময় কামাল নামে এক ডাকাত সর্দারকে ৫ রাউন্ড গুলি, দুইটি এলজিসহ গ্রেফতার করা হয়।

 

দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওবায়দুল ইসলাম চট্টলার খবরকে বলেন, আজিমপুর এলাকায় পাহাড়ের পাদদেশে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে সেখানে আমরা টিম নিয়ে অভিযান পরিচালনা করতে যাই। ডাকাতদল আমাদের উপস্থিতি টের পেয়ে অর্তকিত গুলি চালায়। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালায়। এতে ডাকাত সর্দার কামালসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছে।
এমএইচকে/চখ

এই বিভাগের আরও খবর