chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ঈদের দিন শাকিব-পূজার গলুই মুক্তি পাচ্ছে ২৮ হলে

বিনোদন ডেস্ক : ঈদের সিনেমা হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছে গ্রামীণ প্রেমের গল্পে নির্মিত ‘গলুই’। তবে মুক্তি পাচ্ছে দেশের মাত্র ২৮টি সিনেমা হলে। যা ঈদে মুক্তি পাওয়া চার সিনেমার মধ্যে হল-সংখ্যায় তৃতীয়।

এ ছবিতে একজন মাঝির চরিত্রে অভিনয় করেছেন ঢাকাই ছবির শীর্ষ নায়ক শাকিব খান। তার বিপরীতে আছেন পূজা চেরি। সিনেমাটি তৈরি করেছেন এস এ হক অলিক।

নৌকা বাইচ, একজন মাঝির জীবন জীবিকা, প্রেম, ভালোবাসা ও এর মধ্য দিয়ে সমাজের প্রতিচ্ছবি নিয়ে তৈরি সিনেমাটি আগামীকাল ৩ মে দেশব্যাপী মুক্তি পাচ্ছে। হল সংকটের এই সময়ে সিনেমাটি তাই ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের স্বনামধন্য হলগুলোতে মুক্তি পাচ্ছে

পরিচালক অলিক জানিয়েছেন, মোট ২৮টি সিনেমা হলে দেখা যাবে ‘গলুই’। সোমবার (২ মে) হলের তালিকা প্রকাশ করেছেন নির্মাতা।

ঢাকার ভিতরের হল: স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা (পান্থপথ), স্টার সিনেপ্লেক্স, সীমান্ত সম্ভার (ঝিগাতলা), স্টার সিনেপ্লেক্স, এসকেএস টাওয়ার (মহাখালী), স্টার সিনেপ্লেক্স, সনি স্কয়ার (মিরপুর-১), ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক), লায়ন সিনেমাস (কেরানীগঞ্জ), সেনা অডিটোরিয়াম (নবীনগর, সাভার)।

ঢাকার বাইরে: সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), রূপকথা (পাবনা), মডার্ণ (দিনাজপুর), সোনিয়া (বগুড়া), ঝুমুর (জয়দেবপুর, গাজীপুর), বিজিবি অডিটোরিয়াম (সিলেট), স্বর্ণমহল (রূপসী, নারায়ণগঞ্জ), সাথী (আড়াইহাজার, নারায়ণগঞ্জ), সোহাগ (ঘোড়াশাল, নরসিংদী), রংধনু (নজিপুর, নওগাঁ), চিত্রালী (খুলনা), আশা (মেলান্দহ, জামালপুর), শিল্পকলা অডিটোরিয়াম (জামালপুর),ফরিদুল হক অডিটোরিয়াম (ইসলামপুর, জামালপুর), নুরুন্নাহার অডিটোরিয়াম (মাদারগঞ্জ, জামালপুর), রুমা (মুক্তাগাছা, ময়মনসিংহ), আনন্দ (কুলিয়ারচর, কিশোরগঞ্জ), কথাচিত্র (কটিয়াদি, কিশোরগঞ্জ), মল্লিকা (উল্লাপাড়া, সিরাজগঞ্জ), নাজমা (জয়পুরহাট), আলোছায়া (শরীয়তপুর)।

এ ছবির জন্য প্রযোজক হিসেবে আছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এটি ২০২০-২১ অর্থ বছরে ৬০ লাখ টাকার অনুদান পেয়েছে। এটি শাকিবের ক্যারিয়ারের প্রথম অনুদানের ছবি হতে যাচ্ছে।

অলিক বলেন, ছবিতে আমরা বলবো একটি সম্প্রদায়ের কথা। বলবো দেশীয় ঐতিহ্য নৌকা বাইচের কথা, যা এখন বিলুপ্তপ্রায়। তা কীভাবে হারিয়ে যাচ্ছে সে গল্পও তুলে আনার চেষ্টা থাকবে। ‘গলুই’ ছবির একটা বড় অংশ জুড়ে থাকছে নৌকা বাইচের দৃশ্য।

ছবিটিতে শাকিব অভিনয় করেছেন লালু চরিত্রে, আর পূজা আছেন মালার ভূমিকায়। তাদের সঙ্গে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর