chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বান্দরবান কারাগার থেকে মুক্তি পেল ১ নেপালী

বান্দরবান কারাগার থেকে ১০ মাস পর মুক্তি দেওয়া হয়েছে অম্বর থাপা বুরা (২৪) নামের এক নেপালী নাগরিককে। এ সময় নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি মিজ ইয়োজানা বামজান তাকে গ্রহণ করেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সকালে তাকে কারামুক্তি দেয়া হয়।

কারামুক্তি পাওয়া ম্বর থাপা বুরা নেপালের জাজারকোট রাজ্যের গোঘী গ্রামের দর্জিত বুরার পুত্র।

গত ২৮ মার্চ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় অম্বর থাপা বুরা-কে আটক করা হয়। পরে অবৈধ অনুপ্রবেশ মামলায় তার চার মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০০ টাকা জরিমানা করা হয়। এদিকে ১০ মাস কারাভোগের পর ওই বিদেশি নাগরিককে নেপাল দূতাবাসের কাছে হস্তান্তর করা হয়েছে।

নেপাল দূতাবাসের দ্বিতীয় সেক্রেটারি এ ঘটনায় বাংলাদেশ সরকার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতার প্রশংসা করেছেন।

এ সময় উপস্থিত ছিলেন সেখানে নেপাল রাষ্ট্রদূতের সচিব রিয়া চিত্রা, বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. মিজানুর রহমান, জেল সুপার মো. জান্নাতুল ফরহাদসহ অন্যান্যরা।

 

মুন/চখ

এই বিভাগের আরও খবর