chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সেনাবাহিনী না থাকলে পাকিস্তান থাকবে না: ইমরান খান

ডেস্ক নিউজ: ইমরান খান তার সমর্থকদের পাকিস্তানের সেনাবাহিনী নিয়ে নেতিবাচক কিছু না বলার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, সেনাবাহিনী না থাকলে, পাকিস্তান থাকবে না… ইমরান খানের চেয়েও পাকিস্তানের সেনাবাহিনী প্রয়োজন বেশি।

বুধবার  ( ২০ এপ্রিল) রাতে দলের কর্মী-সমর্থকদের উদ্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে লাইভে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

ইমরান খান বলেন, পাকিস্তানের শত্রুরা সেনাবাহিনীকে আক্রমণ করছে এবং নওয়াজ শরিফ এবং আসিফ আলি জারদারির শাসনের সময় সেনাবাহিনীকে অবমূল্যায়নের চেষ্টা করা হয়েছে। নওয়াজ যখন বিদেশ ছিলেন তখন তিনি সেনাপ্রধানকে আক্রমণ করেছেন।বিষয়টি সেনাবাহিনী এবং প্রত্যেকেই জানে।

বক্তব্যে তিনি সেনাবাহিনী না থাকলে এই মুহূর্তে পাকিস্তান তিন টুকরো হয়ে যাবে বলে মন্তব্য করেন।

সূত্র: দি এক্সপ্রেস ট্রিবিউন।

মআ/চখ

এই বিভাগের আরও খবর