chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গোপনে দেশ ছাড়লেন শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী

ডেস্ক নিউজ: চরম অর্থনৈতিক সংকট চলছে শ্রীলঙ্কায়। এ অবস্থায় গোপনে দেশ ছাড়লেন  শ্রীলঙ্কার সাবেক উপমন্ত্রী নিরুপমা রাজাপাকসে। তিনি দেশটির প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের চাচাতো বোন।

বুধবার (৬ এপ্রিল) বিমানবন্দর সংবাদদাতার বরাত দিয়ে শ্রীলঙ্কার সংবাদমাধ্যম সিলন টুডে এ তথ্য জানায়।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, নিরুপমা রাজাপাকসে এমিরেটসের একটি ফ্লাইটে (ইকে ৬৫৫) দুবাইয়ের উদ্দেশে রওনা হন। যা গত রাত (মঙ্গলবার দিবাগত রাত) ১০টা ২৫ মিনিটে কাতুনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়।

২০১০ সাল থেকে ২০১৫ সাল পর্যন্ত পানি সরবরাহ ও নিষ্কাশন বিষয়ক উপমন্ত্রীর দায়িত্ব পালন করেন নিরুপমা। ইতিহাসের সবচেয়ে বড় করফাঁকি, অর্থপাচারে অভিযুক্ত ব্যক্তিদের তালিকা ফাঁস করা প্যান্ডোরা পেপারসে তার নাম ছিল।

এর আগে চরম অর্থনৈতিক সংকটের জেরে সৃষ্ট রাজনৈতিক টানাপোড়েনে গত রোববার (৩ এপ্রিল) একযোগে পদত্যাগ করেন দ্বীপ রাষ্ট্রটির মন্ত্রিসভার সব সদস্য। লঙ্কান প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে ছাড়া মন্ত্রিসভার ২৬ সদস্যই পদত্যাগপত্র জমা দেন।

নচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর