chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ডায়রিয়ায় আক্রান্ত আরও ১৩৮৩ রোগী হাসপাতালে ভর্তি

বিভাগীয় ডেস্ক : প্রচণ্ড গরমের কারণে দেশে এখন ডায়রিয়ার প্রকোপ বেড়েই চলেছে। রাজধানীর মহাখালীতে কলেরা হাসপাতালে সম্প্রতি প্রতি ঘণ্টায় ৭০ থেকে ৮০ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগি ভর্তি হচ্ছেন।

হাসপাতালটিতে টানা প্রায় তিন সপ্তাহ ধরেই চলছে এই অবস্থা। এসময় সুস্থ থাকতে বিশুদ্ধ খাবার পানি খাওয়ার পাশাপাশি রাস্তার খোলা খাবার এড়িয়ে চলার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

গত ২৪ ঘণ্টায় ঢাকার মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশ (আইসিডিডিআর-বি) হাসপাতালে ১ হাজার ৩৮৩ রোগী ভর্তি হয়েছেন।

মঙ্গলবার (৫ এপ্রিল) কলেরা হাসপাতালটির গণমাধ্যম ব্যবস্থাপক তারিফুল ইসলাম খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘রোগী কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। আজ দুপুর ১২টা পর্যন্ত ৫৭৮ রোগী চিকিৎসা নিতে এসেছেন।

রোগী কিছুটা সুস্থ হলে ছেড়ে দেওয়া হয়। রোগী আসছে, চিকিৎসা নিয়ে সুস্থ হলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে।

আইসিডিডিআর,বি জানায়, চলতি বছরে মার্চ মাসের প্রথম সপ্তাহে দৈনিক রোগী এসেছে ৫০০ জনের মতো। দ্বিতীয় সপ্তাহে দৈনিক রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৬০০।

কিন্তু গত ১৪ মার্চ থেকে এ সংখ্যা হাজার ছাড়িয়ে যায়। তবে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কোনো রোগীর মৃত্যু হয়নি বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর
Leave A Reply

Your email address will not be published.