chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

গরুর মাংস বলে মহিষের মাংস বিক্রি করায় ৩ জনের জরিমানা

ডেস্ক নিউজ: চট্টগ্রাম নগরীতে মহিষের মাংসকে গরুর মাংস হিসেবে বিক্রি করায় ৩ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৪ এপ্রিল) সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত নগরীর চকবাজার এলাকায় মাছ, মাংস, সবজি বাজার, মুদির দোকানে অভিযান চালিয়ে এসব জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা।

তিনি জানান, নগরীর চকবাজার এলাকায় মাছ, মাংস, সবজির বাজার, মুরগীর বাজার ও মুদি দোকানে পরিচালিত অভিযানে ৯টি মামলায় ৩ হাজার ২০০ টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় মহিষের মাংসকে গরুর মাংস বলে বিক্রি করায় ৩টি দোকানে জরিমানা করা হয়। এছাড়া মূল্য তালিকা প্রদর্শন না করায়, অধিক মূল্যে সবজি ও ভোজ্য তেল বিক্রি করায় বিভিন্ন অংকের জরিমানা আদায় করা হয়।

নচ/চখ

এই বিভাগের আরও খবর