chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বোয়ালখালীতে ৯ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

নিজস্ব প্রতিবেদক : শ্রমিক ও মালিক পক্ষের দীর্ঘ বৈঠকে আগামী ১২ এপ্রিলের মধ্যে বেতন দেওয়ার আশ্বাসে সড়ক থেকে অবরোধ তুলে নিয়েছে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাটের একটি পোশাক কারখানার আন্দোলনরত শ্রমিকরা।

ফলে ৯ ঘন্টা পর কালুরঘাট সেতু সড়কে যান চলাচল স্বাভাকি হয়েছে। এর আগে সোমবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বকেয়া পাওনা বেতনের দাবিতে সড়ক অবরোধ করে রাখে শ্রমিকরা।

এতে বোয়ালখালী-পটিয়া উপজেলার একাংশের যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে। এসময় পুলিশের সাথে দফায় দফায় সংঘর্ষের ঘটনাও ঘটে। এতে ৬ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল করিম বলেন, বোয়ালখালীতে একটি পোশাক কারখানায় শ্রমিক অসন্তোষের কারণে সড়কে দিনভর বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল।

পরে উপজেলা প্রশাসন ও মালিক এবং শ্রমিক প্রতিনিধিদের নিয়ে বৈঠকে বসেন। এতে মালিকপক্ষ ১২ এপ্রিল শ্রমিকদের বকেয়া পাওনা বেতন দিয়ে দিবে বলে জানায়।

এতে শ্রমিকরা বিকেল ৫টার দিকে সড়ক অবরোধ প্রত্যাহার করে নেন। এখন যানবাহন চলাচল স্বাভাবিক হয়েছে।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর