chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে জ্বালানি তেলের দাম বেড়ে চলছে

ডেস্ক নিউজ: ভারতে টানা নয়দিন ধরে প্রতিদিনই বেড়েছে জ্বালানি তেলের দাম। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে আটবার বাড়লো দাম। এতে ক্ষুব্ধ দেশটির সাধারণ মানুষ।

বুধবার (৩০ মার্চ)  আরেক দফায় দাম বাড়ানো হলো লিটারপ্রতি ৮০ পয়সা।

ভারতে রাজ্যভেদে পেট্রল-ডিজেলের দাম আলাদা। দেশটির রাজধানী দিল্লিতে পেট্রল লিটারপ্রতি ১০১ দশমিক এক রুপি হলেও মুম্বাইয়ে দাম হলো ১১৫ দশমিক ৮৮ রুপি এবং কলকতায় ১১০ দশমিক ৫২ রুপি। কলকাতায় ডিজেলের দাম হয়েছে ৯৫ দশমিক ৪২ রুপি।

রাশিয়া থেকে সস্তায় তেল কিনতে শুরু করেছে ভারত। কিন্তু তা দিয়ে দেশের প্রয়োজন কি মিটবে তাহলে এমন প্রশ্ন করছেন দেশটির অনেকেই।

ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের পরপরই বিশ্ব বাজারে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি ১৩৯ ডলারে পৌঁছেছিল। যদিও পরে তা কমে যায়। তবে এখনো ১২০ ডলারের ঘরে উঠানামা করছে তেলের দর।

জ্বালানি তেলের ৮৫ শতাংশই আমদানি করে ভারত। ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়ায় বাড়তি চাপ তৈরি হয়েছে, বলছেন সংশ্লিষ্টরা।

মআ/চখ

এই বিভাগের আরও খবর