chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

আজ এ আর রহমানের সুরে মাতবে ঢাকা

ডেস্ক নিউজ:আজ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কনসার্টের আয়োজন করেছে। সে কনসার্টে অস্কারজয়ী এ আর রহমানের সুরে মাতবে ঢাকা।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ক্রিকেট সেলিব্রেটস মুজিব হান্ড্রেড’ শীর্ষক কনসার্টে হিন্দি ও বাংলা গান পরিবেশন করবেন তিনি। ৩ ঘণ্টায় ৩৫টি গানে মাতাবেন দর্শকদের।

এর আগে বিকালে মঞ্চে উঠবেন মাইলস ব্যান্ড ও সংগীতশিল্পী মমতাজ; তাদের পরিবেশনা শেষে সন্ধ্যায় মঞ্চে উঠবেন এ আর রহমান।

রুমানা মালিক মুনমুনের সঞ্চালনায় এদিন বিকাল ৫টা থেকে শুরু হবে কনসার্ট। কিছুক্ষণ বিরতির পর সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত প্রায় ২০০ সহশিল্পী নিয়ে পারফর্ম করবেন অস্কারজয়ী এ আর রাহমান। এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

কনসার্টের দিন মঙ্গলবার বিকাল ৩টা থেকে ভেন্যুতে প্রবেশ করতে পারবেন দর্শকরা। তবে দর্শকদের জন্য মাস্ক পরা বাধ্যতামূলক করেছে আয়োজকরা।

নচ/চখ

এই বিভাগের আরও খবর