chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

নগরীতে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের কোতোয়ালী থানার গোয়ালপাড়া এলাকায় অভিযান চালিয়ে প্রায় পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। রোববার (২০ মার্চ) সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত অভিযানে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়।

নগরীতে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

অভিযানে রেলওয়ের পূর্বাঞ্চলের নিরাপত্তা বাহিনী ছাড়াও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন। এসময় রেলওয়ের পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম ছাড়াও বিভাগীয় বৈদ্যুতিক কর্মকর্তা শাকের আহমেদসহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা মো. শহিদুজ্জামান উপস্থিতি ছিলেন।

নগরীতে পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

রেলওয়ের পূর্বাঞ্চলের ভূ-সম্পত্তি কর্মকর্তা মাহাবুবুল করিম বলেন, গোয়ালপাড়া এলাকায় গড়ে ওঠা দুই হাজার বসতঘর ও দোকানপাট সরিয়ে নেওয়ার জন্য নোটিশ দেওয়া হয়েছিল। নির্ধারিত সময়েও জায়গা খালি না করায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। আজ পাঁচ শতাধিক অবৈধ বসতি উচ্ছেদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।

আরকে/চখ

এই বিভাগের আরও খবর