chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে তিন ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক : দখলকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে এক কিশোরসহ তিন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। জানা গেছে, ওই এলাকায় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতেই এ হতাহতের ঘটনা ঘটে। খবর আল জাজিরার।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার নাবুলাস শহরে হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে নিহত হন ১৭ বছর বয়সী নাদের রায়ান। তার মাথায়, বুকে ও হাতে গুলি লাগে। এ ঘটনায় আহত হন আরো তিনজন ফিলিস্তিনি।

এদিকে জেরুজালেমের উত্তরে কালান্দিয়া শরণার্থী শিবিরে নিহত হন আলা শাহাম নামের আরো এক ফিলিস্তিনি। ইসরায়েলি সেনাদের হামলায় মাথায় গুলি লেগে মারা যান ২০ বছর বয়সী এই ফিলিস্তিনি। কালান্দিয়া পূর্ব জেরুজালেম ও পশ্চিমতীরের মূল চেক পয়েন্ট।

এ ছাড়া নাকাব মরুভূমির অভ্যন্তরে রাহাত শহরে সালেম আল-হারবেদ নামের ২৭ বছর বয়সী একজনকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি পরিচয় দিয়ে একটি গোপন ইসরায়েলি ইউনিট তিন সন্তানের বাবা সালেম আল-হারবেদকে হত্যা করে।

সূত্রঃ এনটিভি নিউজ

সিশা/চখ

এই বিভাগের আরও খবর