chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

তুর্কি নাগরিকদের ইউক্রেন ছাড়ার  নির্দেশ

ডেস্ক ‍নিউজ: পূর্ব ইউক্রেনে অবস্থান করা সব তুর্কি নাগরিকদের ওই অঞ্চল ত্যাগ করার আহ্বান জানিয়েছে তুরস্ক।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) রাশিয়ার পক্ষ থেকে দুই অঞ্চলকে স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় নিজেদের নাগরিকদের এ নির্দেশ দেয়। খবর ডেইলি সাবাহর।

কৃষ্ণসাগরে ইউক্রেন ও রাশিয়ার সীমান্তে ন্যাটোর সদস্য রাষ্ট্র তুরস্কের অবস্থান। তুরস্ক চায় শান্তিপূর্ণভাবে দুই দেশের সংকটের সমাধান হোক। এই দুই দেশের দ্বন্দ্ব নিরসরেন জন্য তুরস্ক মধ্যস্থতার প্রচেষ্টাও চালাচ্ছে।

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রণালয় এক টুইটবার্তায় জানায়, সর্বশেষ পরিস্থিতির কারণে ইউক্রেনের পূর্বাঞ্চলে থাকা আমাদের সব নাগরিকের ওই অঞ্চল ছেড়ে যাওয়ার জন্য জোরালো পরামর্শ দিচ্ছি।

মআ/চখ

এই বিভাগের আরও খবর