chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

অতিরিক্ত বিজ্ঞাপনে আস্থা হারাচ্ছে গুগল

প্রযুক্তি ডেস্কঃ ব্যবহারকারীরা গুগলে কোনো বিষয়ে অনুসন্ধান করলে তার ফলাফলের উপরে ‘রেডিট’, ‘ইউটিউব’ বা অন্যান্য ফোরামের নাম যুক্ত করে দিচ্ছে গুগল। একারণেই দিন দিন গুগলের প্রতি আস্থা হারাচ্ছে ব্যবহারকারীরা।

এ প্রসঙ্গে বিশেষজ্ঞরা বলছেন, টাকার বিনিময় করা রিভিউ আর অতিরিক্ত বিজ্ঞাপনের ফলে গুগল থেকে বিশ্বাস হারাচ্ছে ব্যবহারকারী। আর তাই ব্যবহারকারীরা গুগলে সার্চ রেজাল্টের ওপর ভরসা না করে ফোরাম পোস্ট বা ব্যক্তিগত অভিজ্ঞতার ভিডিওর দিকেই ঝুঁকছেন।

হ্যাকার নিউজের প্রতিষ্ঠাতা পল গ্রাহামের করা এক গবেষণায় বলা হয়েছে, ‘গুগল যদি সার্চের মধ্যে বিজ্ঞাপন আর আগ্রাসী সার্চ ওয়ার্ডের প্রকোপ না কমায়, তাহলে ধীরে ধীরে পণ্য ও সেবা সন্ধানীরা আর গুগল ব্যবহার করবে না। গুগল হারাবে তার বাজার’।

সিশা/চখ

এই বিভাগের আরও খবর