chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

৪৯-এ পা দিলো শিল্পকলা একাডেমি

ডেস্ক নিউজ: আজ ১৯ ফেব্রয়ারি, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী। দেশব্যাপী সংস্কৃতি চর্চার বিকাশ ও প্রসারে ১৯৭৪ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিল্পকলা একাডেমি প্রতিষ্ঠা করেন।

নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদ্‌যাপন করা হবে। বিকেল ৩টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে অনুষ্ঠান।  এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার স্বাস্থ্যবিধি মেনে শিল্পকলা একাডেমির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। বিকেল ৩টায় একাডেমির পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে অনুষ্ঠান শুরু হবে। শেষ পর্বে থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে বিকেল সাড়ে ৩টায় রয়েছে প্রকাশনা উৎসব এবং একাডেমির বিভাগগুলোর কার্যক্রম নিয়ে প্রদর্শনী। এরপর শুরু হবে আলোচনা সভা আরও নানা আয়োজন।

নচ/চখ

এই বিভাগের আরও খবর