chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ইউক্রেনে সাইবার হামলা

ডেস্ক নিউজ:ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দুটি ব্যাংকে সাইবার হামলা চালানো হয়েছে ঘটনা ঘটেছে।

স্থানীয় সময় মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) এ তথ্য জানায় দেশটির সরকার।

ইউক্রেনিয়ান সেন্টার ফর স্ট্র্যাটেজিক কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন সিকিউরিটি এ হামলার দাবি করেছে। তবে এ হামলার জন্য সরাসরি কাউকে দায়ী করা হয়নি।

বিবৃতিতে রাশিয়ার নাম উল্লেখ না করে তারা জানিয়েছে, আগ্রাসী আচরণে কাজ না হওয়ায় অনৈতিক কৌশল বেছে নেওয়া হয়েছে।

ইউক্রেন সীমান্তে রাশিয়া সেনা মোতায়েনের পর আরও একবার সাইবার হামলার শিকার হয় ইউক্রেনের সরকারি ওয়েবসাইটগুলো। ইউক্রেনের অন্তত ৭০টি সরকারি ওয়েবসাইট এই সাইবার হামলার শিকার হয়েছিল বলে জানিয়েছিল রয়টার্স।

নচ/মআ/চখ

এই বিভাগের আরও খবর