chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

বিধিনিষেধের মধ্যেও চলবে বাণিজ্যমেলা

চট্টলা ডেস্ক: কোভিড ১৯-এর ক্রমবর্ধমান সংক্রমণ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে আরোপ করা বিধিনিষেধের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে বাণিজ্যমেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার দুপুরে এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. হাফিজুর রহমান ।

তিনি গণমাধ্যমকে বলেন, আমরা দেখেছি— বিধিনিষেধ অনুযায়ী বাণিজ্যমেলার কার্যক্রম চালাতে কোনো অসুবিধা নেই। মেলা বন্ধ করার মতো কোনো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বিধিমালার আলোকে যেভাবে মেলার কার্যক্রম চালানো দরকার সেভাবে চলবে। মানুষ যেন স্বাস্থ্যবিধি মেনে চলাচল করে সেদিকে কঠোর নজরদারি থাকবে।

কোভিড-১৯ মোকাবিলায় সরকার ইতোমধ্যে ১১ দফা নির্দেশনা দিয়ে বিধিনিষেধ আরোপ করেছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় ১৩ জানুয়ারি থেকে ঢাকাসহ সারা দেশে বিধিনিষেধ আরোপের প্রজ্ঞাপন জারির পরই মেলার কার্যক্রম চলবে কিনা, তা নিয়ে শঙ্কা দেখা দেয়। এর একদিন পরই মেলার কার্যক্রম চালিয়ে যাওয়ার সিদ্ধান্তের কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়।

এদিকে ওমিক্রনসহ দেশে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় আগামীকাল বৃহস্পতিবার থেকে সারা দেশে ১১ দফা বিধিনিষেধ কার্যকর করতে যাচ্ছে সরকার।

এমকে/চখ

 

এই বিভাগের আরও খবর