chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সাতকানিয়ায় আগুনে পুড়ে ছাই এক মুদি দোকান 

নিজস্ব প্রতিবেদক: সাতকানিয়ার কালিয়াইশে আবদুর রশীদ খলীফার বাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে এক মুদির দোকান পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার (১১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকের নাম মো. জাহেদ। দোকানটি ওই এলাকায় জাহেদের দোকান নামে পরিচিত। খবর পেয়ে সাতকানিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাতকানিয়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ুন কার্ণায়েন। তবে তিনি তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর