chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা ক্যাম্পে আগুন, পুড়ে ছাই শতাধিক ঘর

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের উখিয়ার ১৬ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়েছে প্রায় শতাধিক ঘর। শেষ খবর পাওয়া পর্যন্ত ফায়ার সার্ভিসের আটটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে।

রোববার (৯ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ।

তিনি বলেন, রোহিঙ্গা ক্যাম্পে থেকে আগুনের সূত্রপাত হলেও কিভাবে হয়েছে তা এখনো জানা যায়নি। ইতোমধ্যে আগুনে প্রায় একশ’র উপরে রোহিঙ্গা বসতি পুড়ে গেছে। এখনো আগুন নেভানোর কাজ চলছে।

উল্লেখ্য, গত বছরের ২ মার্চ রাতে উখিয়ার ৮ ও ৯ নম্বর ক্যাম্পে ভয়াবহ আগুনে পুড়ে যায় বহু বসতি। আহত ও নিহত হয়েছিলেন বেশ কয়েকজন। এর আগে ২ জানুয়ারি অগ্নিকাণ্ডে আইওএম পরিচালিত একটি করোনা হাসপাতাল ও তার পাশের কয়েকটি বসতি পুড়ে গিয়েছিল।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর