chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

রোহিঙ্গা সংকট মোকাবেলায় পাশে আছে তুরস্ক

চট্টলা ডেস্ক : রোহিঙ্গা সংকট মোকাবেলায় বাংলাদশের পাশে আছে তুরস্ক। এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ সফরে আসা তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু।

শনিবার সকালে বালুখালী ৯ নং রোহিঙ্গা ক্যাম্প গত বছরের ২২ মার্চ অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া তার্কিশ সরকারি সংস্থা আফাদ পরিচালিত ৫০ শয্যার ফিল্ড হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরে তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী একই এলাকায় অগ্নিকাণ্ডে আশ্রয়হারা রোহিঙ্গাদের জন্যে নির্মানাধীন অস্থায়ী আশ্রয় কেন্দ্র পরিদর্শন করেন। এসময় তিনি রোহিঙ্গা শিশুদের সাথে কিছু সময় খেলাধুলা করেন এবং বিভিন্ন বয়সী মানুষের সাথে কথা বলেন।

আরও পড়ুন

পরে তিনি ১৭ নং রোহিঙ্গা ক্যাম্পে র্তুকি রেড ক্রিসেন্টের স্বাস্থ্যসেবা র্কাযক্রম এবং তুরস্কের দিয়ানাত ফাউন্ডশেন পরিচালিত রোহিঙ্গাদের দিয়ে সাবান তৈরির কারখানা পরিদর্শন করেন তুর্কি স্বরাষ্ট্রমন্ত্রী।

এসময় তুরস্কের স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার ইসমাইল ছাতাকলু, স্বাস্থ্য মন্ত্রনালয়ের ভাইস মিনিস্টার খাললি বল দামরি, তুরস্কের দুজন সাংসদ, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান উপস্থিত ছিলেন।

এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রামের বভিাগীয় কমশিনার কামরুল হাসান, ডিআইজি আনোয়ার হোসেন, শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত, জেলা প্রশাসক মামুনুর রশীদ, পুলিশ সুপার হাসানুজ্জামানসহ পদস্থ র্কমর্কতারা।

চখ/আর এস

এই বিভাগের আরও খবর