chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে অ্যামাজনকে ২০০ কোটি রুপির জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বনন্দিত ই-কমার্স জায়ান্ট অ্যামাজনকে প্রায় ২০০ কোটি রুপি জরিমানা করেছে ভারত। ফিউচার গ্রুপের সঙ্গে চুক্তি ইস্যুতে কমপিটিশন কমিশন অব ইন্ডিয়া (সিসিআই) এ জরিমানার মুখোমুখি হলো অ্যামাজন।

এক বিবৃতিতে সিসিআই জানিয়েছে, দুই বছর আগে ফিউচার কুপনস প্রাইভেট লিমিটেডের সঙ্গে অ্যামাজনের একটি চুক্তি হয়। সেটি আপাতত স্থগিত করা হয়েছে।

এদিকে, ২০১৯ সালে ফিউচার গ্রুপ ও অ্যামাজনের মধ্যে যে চুক্তি হয়েছিল, তাতে একাধিক ভুল ছিল। সেখানে অনেক তথ্যও গোপন করা হয়েছিল বলে জানিয়েছে ভারতের শীর্ষ সংবাদমাধ্যম এনডিটিভি।

তবে, জরিমানার বিষয়ে কোনো প্রতিক্রিয়া না দিয়ে কমিশনের প্রতিবেদনটি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছে অ্যামাজন। তার ভিত্তিতেই ভবিষ্যৎ কর্মপরিকল্পনা ঠিক করা হবে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

জেএইচ/চখ

এই বিভাগের আরও খবর