chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ভারতে অ্যামাজনের অনলাইন ফার্মেসি

ডেস্ক নিউজঃ ভারতে অনলাইন ফার্মেসি চালু করল জায়ান্ট অ্যামাজন। এর মাধ্যমে দেশটির দক্ষিণের শহর বেঙ্গালুরুতে অনলাইনে ওষুধ বিক্রির কার্যক্রম শুরু করল মার্কিন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানটি।

বিপুল জনসংখ্যার কারণে অ্যামাজনের গুরুত্বপূর্ণ বাজার ভারত। প্রতিষ্ঠানটির দ্রুতবর্ধনশীল বাজারগুলোর মধ্যেও শীর্ষে রয়েছে দেশটি। ভারতের খুচরা বিক্রয় খাতে তাই নিজেদের অবস্থান আরো দৃঢ় করতে অনলাইন ফার্মেসি চালু করল প্রতিষ্ঠানটি।

প্রতিবেদন অনুযায়ী, শিগগিরই বেঙ্গালুরু শহরজুড়ে ওষুধ সরবরাহ কার্যক্রম শুরু করবে অ্যামাজনের অনলাইন ফার্মেসি। কাউন্টার ও প্রেসক্রিপশনভিত্তিক ওষুধের পাশাপাশি স্বাস্থ্যসেবার মৌলিক ডিভাইস এবং প্রথাগত ভারতীয় ভেষজ ওষুধ পাওয়া যাবে প্রতিষ্ঠানটি অনলাইন ফার্মেসিতে।

ভারতীয় বাজারে ওয়ালমার্ট নিয়ন্ত্রিত ফ্লিপকার্ট, ধনকুবের মুকেশ আম্বানির অনলাইন মুদি সেবা জিওমার্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানের দিক থেকে বাড়তি প্রতিযোগিতার মুখে এমন পদক্ষেপ নিল অ্যামাজন ইন্ডিয়া।

গত মাসে ভারতে ১০টি নতুন ওয়্যারহাউজ চালুর সিদ্ধান্ত জানিয়েছে অ্যামাজন। পাশাপাশি যানবাহনের বীমা সেবা দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ ছাড়াও পশ্চিমবঙ্গে অ্যালকোহলযুক্ত পানীয় সরবরাহ সেবার ছাড়পত্রও পেয়েছে প্রতিষ্ঠানটি।

অনলাইনে ওষুধ বিক্রির বিষয়ে এখনো নীতিমালা চূড়ান্ত করেনি ভারত। তবে দেশটিতে মেডলাইফ, নেটমেডস, টেমাসেক নিয়ন্ত্রিত ফার্মইজির মতো অনলাইন ফার্মেসির সংখ্যা বাড়তে থাকায় হুমকির মুখে পড়েছে প্রথাগত ফার্মেসিগুলোর ব্যবসা।

সূত্রঃ খবর রয়টার্স

এই বিভাগের আরও খবর