chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

সিজেকেএস’র দুই দিনব্যাপী সাঁতার প্রতিযোগিতার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘মুজিবর্ষ সিজেকেএস সাঁতার প্রতিযোগিতা’। প্রতিযোগিতায় উন্মুক্ত ও অনুর্ধ্ব ১৬ ক্যাটাগরিতে প্রায় ২০০ সাঁতারু অংশ নিয়েছে।

সোমবার (৬ডিসেম্বর) এম এ আজিজ স্টেডিয়াম সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন সিজেকেএসে’র সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন।
সিজেকেএস’র নির্বাহী সদস্য ও সাঁতার কমিটির চেয়ারম্যান এহেছানুল হায়দায় সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক সৈয়দ শাহাবুদ্দীন শামীম, সিজেকেএস সাঁতার কমিটির সাধারণ সম্পাদক মাহমুদুর রহমান মাহবুব সহ আয়োজক কমিটির সদস্যরা।

প্রতিযোগিতায় ১ জন সাঁতারু সর্বোচ্চ ৩টি ইভেন্ট অংশ নিতে পারবে। প্রথম দিন অনুর্ধ্ব-১৬ ক্যাটাগরিতে ৫০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার বাটার ফ্লাই, উন্মুক্ত ক্যাটাগরিতে ২০০ মিটার ফ্রি স্টাইল, ৫০ মিটার ব্যাক স্ট্রোক, ১০০ মিটার ব্যাক স্ট্রোক, ২০০ মিটার ব্যাক স্ট্রোক ও ৫০ মিটার বাটার ফ্লাই অনুষ্ঠিত হয়।

আরকে/এমকে/চখ

এই বিভাগের আরও খবর