chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ করলেন বোয়ালখালীর কৃষক

নিজস্ব প্রতিবেদক : এবার বোয়ালখালীতে ফসলের ক্ষতি সাধন করায় হাতির বিরুদ্ধে থানায় অভিযোগ করেছেন নিপুল কুমার সেন নামের এক কৃষক।

রবিবার (২৮ নভেম্বর) বিকালে বোয়ালখালী থানার এএসআই যতীন্দ্র ত্রিপুরা বলেন, শনিবার (২৭ নভেম্বর) বোয়ালখালী উপজেলার জ্যৈষ্ঠপুরা গ্রামের কৃষক নিপুল কুমার সেন তার ফসলের ক্ষতি সাধন করায় থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

তিনি আরও বলেন, মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোর ৪টার দিকে ৩টি বন্যহাতি তার বাড়ির ধানের গোলা ভেঙে প্রায় ১৫০ আড়ি (দেড় টন) ধান খেয়ে ফেলে। এ ধানের আনুমানিক বাজারমূল্য ৪৫ হাজার টাকা।

স্থানীয়রা জানান, ফসলের মৌসুমে প্রায়ই পাহাড় থেকে বন্যহাতি নেমে লোকালয়ে ফসলের ক্ষয়ক্ষতি করছে। গত মঙ্গলবার ভোরে এলাকার কৃষক নিপুল কুমারের গোলা ভেঙে ধান খেয়ে যায় হাতি। পরে এলাকার লোকজন এসে হাতিগুলোকে তাড়িয়ে দেন। প্রায় সময় বিভিন্ন গরিব মানুষের ধান খেয়ে চলে যায়।

এসএএস/নচ

এই বিভাগের আরও খবর