chattolarkhabor
চট্টলার খবর - খবরের সাথে সারাক্ষণ

ছিনতাইকারী ধরে পুরস্কৃত সার্জেন্ট ইমরানুজ্জামান

চট্টলা ডেস্ক: গেল ৬ নভেম্বর নগরের ওয়াসা মোড়ে দায়িত্ব পালন করছিলেন সার্জেন্ট ইমরানুজ্জামান। হঠাৎ ওয়ারল্যাসে তিনি সংবাদ পান জিইসি থেকে স্বর্ণের চেইন ছিনিয়ে মাইক্রোবাসে পালিয়ে যাচ্ছিল একদল ছিনতাইকারী

তথ্য পেয়ে তিনি ছিনতাইকারী চক্রটিকে ধরতে মাঝ রাস্তায় ছুটে যান ইমরানুজ্জামান। তার তৎপরায়তায় ছিনতাইকারীদের মাইক্রোবাসটি বেশ কয়েকটি বাসকে ধাক্কা দেয়। তবে শেষ দেখে ছাড়েন এই পুলিশ সদস্য। এ সুযোগে মাইক্রোবাসটিতে থাকা ছিনতাইকারীরা পালিয়ে গেলেও চালককে ধরতে সক্ষম হন।
ঝুঁকি মাথা নিয়ে সাহসীকতার পরিচয় দিয়ে দায়িত্ব পালন করা ইমরানুজ্জামানকে পুরস্কৃত করেছে সিএমপি।

রোববার (২৮ নভেম্বর) দামপাড়া পুলিশ লাইনে কৃতিত্বের অংশ হিসেবে তার হাতে উঠেছে সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীরের দেওয়া পুরস্কার।

এসময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) সানা শামীনুর রহমান, উপপুলিশ কমিশনার(সদর) মো. আমির জাফর, উপপুলিশ কমিশনার (ট্রাফিক দক্ষিণ) এন এম নাসিরুদ্দিনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারাপ উপস্থিত ছিলেন।

আরকে/নচ

এই বিভাগের আরও খবর