বোয়ালখালী যাচ্ছেন আল্লামা সৈয়দ সাবির শাহ
নিজস্ব প্রতিবেদক: দরবারে আলীয়া কাদেরিয়া ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন আওলাদে রাসুল রাহনুমায়ে ত্বরিকত মুর্শিদে বরহক পীরে বাঙাল হযরতুলহাজ্ব আল্লামা সৈয়দ সাবির শাহ (মঃ জিঃ আঃ) রোববার (৩১ অক্টোবর) বোয়ালখালী যাচ্ছেন।
পবিত্র জশনে ঈদ-এ মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা ও পৌর শাখা আয়োজিত নেছারে মদিনা সুন্নী কনফারেন্সে প্রধান মেহমান হিসেবে যোগ দিতে তিনি বোয়ালখালী যাবেন।
স্হানীয় গোমদন্ডী পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ময়দানে বাদে আসর আয়োজিত এ অনুষ্ঠানে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাষ্ট ও গাউছিয়া কমিটি বাংলাদেশের কেন্দ্রিয় ও জেলা নেতৃবৃন্দগণ উপস্থিত থাকবেন।
এর আগে বোয়ালখালী সিরাজুল ইসলাম ডিগ্রী কলেজ ময়দানে মহিলা বায়াত অনুষ্ঠানে যোগ দেবেন এবং এ দিন কনফারেন্স শেষে একই স্হানে এশার নামাজে ইমামতি করবেন তিনি।
উক্ত অনুষ্ঠানে সুশৃঙ্খলভাবে যোগদানের জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে গাউছিয়া কমিটি বাংলাদেশ বোয়ালখালী উপজেলা শাখার সভাপতি নুরুল ইসলাম চৌধুরী মুন্সি আগ্রহী ও সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।
জিএইচ/চখ